ভিডিও

গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৯, ২০২৪, ০৭:১৫ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০৯, ২০২৪, ০৭:১৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র টাটা পিকআপসহ ৮ ডাকাতকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। 

এসময় ডাকাতদের কাছে থেকে দেশিয় অস্ত্র, হলুদ রঙয়ের একটি পিকআপ, ১টি তালাকাটার যন্ত্র ও হেক্স মেশিন, ৭টি হেক্স ব্লেড, ২টি লোহার পাইপসহ ৮জন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসা হয়। নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় ওসি মো. উজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই মাহাবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। 

আটককৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর থানার খোদাই বাড়ি গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে মো. আমিনুল ইসলাম (৬৬), বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলে ট্রাক ড্রাইভার মো. ওলি উদ্দিন খান (৩২), ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার নবী নগর গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. ইমরান খান (২৩), জয়পুরহাটের মজিব নগর গ্রামের মো. মফিজের ছেলে মো. মোসলেম (৪৩), গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফ্ফার (৪২), একই এলাকার জাইতরবালা গ্রামের মৃত আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিয়া (৩৪), শকুনা কেশবপুর গ্রামের মঙ্গলার ছেলে অমল কুমার (২৭) ও চকবালা গ্রামের মো. আমিনের ছেলে এমরান হোসেন (১৮) ও নীল রঙয়ের রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মো. উজ¦ল হোসেন বলেন, আটকৃত ডাকাতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি অস্ত্র ও মামলা রয়েছে। গতকাল শুক্রবার থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS