ভিডিও

ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০১:০৪ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন সালমা বেগম (৩৫) ও তার শিশু সন্তান স্মরণ মৃধা (১১)। এ ঘটনায় রহমত আলী নামে এক সেনা সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন জোড়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত সেনা সদস্য রহমত আলীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা সদস্য রহমত আলী সৈয়দপুর সেনানিবাসে কর্মরত। নিহত সালমা বেগম তার স্ত্রী ও শিশু চরণ মৃধা তাদের সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এমদাদুল হক জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার পাইকপাড়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে বাঁধবাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন জোড়া পুকুর এলাকায় পৌঁছালে পেছনদিক থেকে একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সালমা বেগম ও তার শিশু সন্তান স্মরণ মৃধা। আহত সেনা সদস্য রহমত আলীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS