ভিডিও

সিংড়ায় ৪ ছাগল চোর গ্রেফতার অটোরিকশা উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১০:৫৮ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১০:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ৪জন ছাগল চোরকে গ্রেফতারসহ চুরি যাওয়া ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কুঞ্চিভদ্রা এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, বনকুড়াইল গ্রামের আমিনুল ইসলাম মাঠে ৪টি ছাগল ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। এসময় একজন মহিলাসহ ৫ ব্যক্তি সিএনজি যোগে বেঁধে রাখা একটি খাসি ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন টের পেয়ে সিএনজিকে ধাওয়া করে এবং সিংড়া থানা পুলিশকে সংবাদ দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় উপজেলার ডাহিয়ার ইউনিয়নের কুঞ্চিভদ্রা গ্রামে সিএনজি ও চোরাইকৃত ছাগলসহ ৪জন চোরকে আটক করে। এসময় এক চোর কৌশলে পালিয়ে যায়।

আটককৃতরা হলো- রিপন শেখ(২৪), হাশেম আলী (৪২), ইসমাইল মীর (৬০)  ও মোছা. সুফিয়া বেগম (৩৫)।
সিংড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS