ভিডিও

উলিপুরে সেচপাম্প নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:১৩ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সেচ পাম্প নিয়ে বিরোধের জেরে আব্দুর রহিমকে (৪৭) কুপিয়ে হত্যার চেষ্টায় প্রতিপক্ষ ছাদেকুল ইসলাম গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া, জোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রহিম ওই এলাকার মফিজল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, আব্দুর রহিমের সাথে দীর্ঘদিন যাবত সেচ পাম্প নিয়ে ছাদেকুল ইসলামের বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা গত শনিবার সকাল ৯টায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুর রহিমের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে, তার ছোট ভাই রাজু মিয়া তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করায় তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে।

এই সময় আব্দুর রহিম, তার স্ত্রী ও মা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে। ছাদেকুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিমের মাথায় কোপ মেরে গুরুতর আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে উলিপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS