ভিডিও

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৫২ শিক্ষার্থী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৬:২৫ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৬:২৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : এবারে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে থেকে একই সাথে ৫২ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি সুুুুযোগ পেয়েছেন। প্রতি বছরের মত এবারও এ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যে  শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা দারুণ খুশি।

গতকাল রোববার বিকেল তিনটায় এমবিবিএম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভীর্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে ওই কলেজের ৫২ শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত বছর ওই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ৩৫জন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান করেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, তার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানে এবং অত্যন্ত আন্তরিকভাবে পাঠদান করা হয়। এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সকল শিক্ষক-শিক্ষিকার সার্বিক সহযোগিতা ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় প্রতি বছর শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করে থাকেন।

সেই সঙ্গে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজ ছাড়াও বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল, কৃষি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS