ভিডিও

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৭:৫১ বিকাল
আমাদেরকে ফলো করুন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে পাঁচদিন পর উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। 
সোমবার সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ এ তথ্য জানান। 
গ্রেফতাররা হলেন- উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়াল গ্রামের মোল্লা পাড়ার পলিয়ারা খাতুন (২০) ও মোছা. মাফুজা (৪০)। 
কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ বলেন, ৭ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে উপজেলার ‘আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল’ থেকে আরিয়ান নামে দুই দিনের নবজাতক ছেলেকে চুরি করা হয়। 
এ ঘটনায় ওই শিশুর বাবা মো. দীপু মন্ডল ০৯ ফেব্রুয়ারি মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের দৌলতপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। 
তিনি বলেন, এরপর র‌্যাব শিশুটিকে উদ্ধার করতে গোয়েন্দা নজরদারি শুরু করে। প্রযুক্তি ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে রোববার রাত ৮টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নবজাতক আরিয়ানকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং পলিয়ারা ও মাফুজাকে গ্রেফতর করা হয়। 
নবজাতক আরিয়ানকে পরিবারের কাছে এবং ওই দুই নারীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS