ভিডিও

হিলিতে কমেছে জিরার দাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১২:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন জিরার আমদানি বৃদ্ধি পেয়েছে। ফলে খুচরা বাজারে কেজিপ্রতি দাম কমছে ৪০০ টাকা। দুই মাস আগে ১১২০ টাকা কেজি বিক্রি হলেও এখন তা ৭২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারের মসলা ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, ভারতে নতুন জিরা উঠায় বন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পেয়েছে।

গত দুইমাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজিপ্রতি ৪শ’ টাকা। দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষেরা। গত বছর ডলার সংকট ও ভারতে জিরার ফলন কম এবং আমদানি কমে যাওয়ার অজুহাতে বাড়তে থাকে দাম।

জানা যায়, গত বছর প্রতিকেজি জিরা বিক্রি হয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে। এবার ভারত থেকে আমদানিকৃত ভালো মানের কাকা জিরা ৭২০, বাবা জিরা ৭২০, মধু জিরা ৭২০, অমরিত জিরা ৭২০ টাকা, সোনা জিরা ৭৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS