ভিডিও

তেঁতুলিয়ায় ডাহুক নদী থেকে ৬টি ট্রাক্টর ট্রলি জব্দ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৬:৪৩ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৬:৪৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত ৬টি ট্রাক্টর ট্রলি জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি সরকারি খাস জলমহাল ডাহুক নদীতে অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে সাথে নিয়ে অবৈধভাবে পাথর-বালু উত্তোলন ও পরিবহনের কাজে নিয়োজিত যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রলিগুলো জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন মো. ফজলে রাব্বি।

এবিষয়ে তিনি বলেন, সরকারি খাস জলমহাল ডাহুক নদীতে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন এবং পরিবহনের সময় নদীতে অবস্থানকৃত ৬টি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়েছে এবং জব্দকৃত ট্রাক্টর ট্রলিগুলোর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS