ভিডিও

বগুড়াসহ উত্তরের চার জেলায় ৬০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১২:৪২ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০২:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়াসহ উত্তরের চার জেলায় আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে টানা ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন মেরামত কাজের জন্য সরবরাহ বন্ধের কথা জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল)। জেলাগুলো হলো-রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া। এসব জেলার বিভিন্ন উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে।

পিজিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন করবে। এজন্য ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএলের মহাব্যস্থাপক (অপারেশন) প্রকৌশলী শৈলজা নন্দ বসাক জানান, বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না। সিরাজগঞ্জ অঞ্চলের কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ছাড়া অন্য গ্রাহকরা তেমন সমস্যায় পড়বেন না। অন্য তিন জেলার গ্রাহকরা লাইন প্রতিস্থাপনকালীন সময়ে গ্যাস পাবেন না। 

রাজশাহী সিটি করপোরেশন, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলা এবং বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পিজিসিএলের সরবরাহ লাইন রয়েছে। কোম্পানিটির মোট ১ লাখ ২৯ হাজার ৪১১টি সংযোগের মধ্যে ১০টি বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৫৩টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ, ৩১টি সিএনজি ফিলিং স্টেশন সংযোগ, ১৩৩টি শিল্প সংযোগ, ৩৩২টি বাণিজ্যিক সংযোগ এবং ১ লাখ ২৮ হাজার ৮৫২টি আবাসিক সংযোগ রয়েছে। মোট ৬৮১ কিলোমিটার বিতরণ পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে পিজিসিএল। দৈনিক প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ থাকে ১২০ মিলিয়ন ঘনফুট।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS