ভিডিও

নওগাঁয় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মুকুল হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ওই মাদক কারবারিকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক এস,এম, মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত মুকুল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলী মোজাহার আলী।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ মার্চ রাত সাড়ে ১১টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার সারতা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। ওই এলাকায় মাদক মাদক পরিবহনের সময় চার লাখ টাকা মূল্যের চল্লিশ গ্রাম হেরোইনসহ আটক করা হয় মাদক ব্যবসায়ী মুকুলকে।

ওইদিন রাত সাড়ে ১২টায় মহাদেবপুর থানায় বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(গ) ধারায় মুকুলের বিরুদ্ধে মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ। পরে এ মামলায় পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষ এ ঘটনায় ৭ জন সাক্ষীকে উপস্থাপন করেন।

এরপর দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মুকুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS