ভিডিও

রংপুরের স্ট্রিট ফুডের আসরে জমজমাট আড্ডা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৯:১৯ রাত
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : ভোজনরসিকদের কাছে রংপুরের পরীবাগের ছোটখাটো একটি স্ট্রিট ফুড জোন ইদানীং হয়ে উঠেছে প্রিয় এক জায়গা। সন্ধ্যার পর  থেকেই এখানে ভিড় বাড়তে থাকে। পিৎজা, ফুচকা, কাবাব, মোমো, দোসা, বার্গার, পিঠা কি না পাওয়া যায়।

তরুণদের আড্ডা এখন খোলা আকাশের নিচে। বিশেষ করে ফুটপাতের দোকানের বেঞ্চে কিংবা গোল টেবিলে। গোল করে বসে কিংবা দাঁড়িয়ে কখনও বেঞ্চে বসে চলে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা। আর এই আড্ডা ফাঁকে ফাঁকে চলে চা এবং চায়ের সাথে মুখরোচক খাবার।

নগরীতে দেখা গেছে, রংপুর নগরীর পার্কের মোড়, লালবাগ মোড়, মেয়রের মোড়, সুরভী উদ্যানের ফুচকা বাজার, সুপার মার্কেটের সামনে, টাউনহল চত্বর, সিটি বাজার, জাহাজকোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, ধাপ শ্যামলী লেন, চারতলা মোড়, শাপলা চত্বর, কাচারী বাজার, স্টেশন, বাসটার্মিনালসহ বিভিন্ন এলাকার মোড়ে এসব দোকানের সামনে তরুণদের স্ট্রিট ফুড খেতে দেখা যায়।

ফুটপাতের এসব দোকানের সামনে ছোট ছোট প্লাস্টিকের টুল, কাঠের বেঞ্চ, চেয়ার, গোল টেবিলের ব্যবস্থা রয়েছে। যেখানে তরুণরা বসলে আর উঠতেই চায় না। জমে যায় আড্ডা।

ফুটপাতের এসব দোকানে কী নেই, ফুচকা, চটপটি, ডিম বার্গার, হট কফি, বুটসিদ্ধ, পেঁয়াজু, বেগুনি, কলা ভাজা, লাউ ভাজা, চিকেন রোল, ভেজিটেবল রোল, দুধ আর পাউরুটি, বার্গার, এগ ফ্র্রায়েড, চিকেন ফ্রাই, চিকেন গ্রিল, বিভিন্ন ধরনের কাবাব, চাপ, বিরিয়ানিসহ বাহারি সব খাবার মেলে এখানে।

নগরীর কলেজ রোড মেয়রের মোড় এলাকায় একসাথে প্রায় অর্ধশতাধিক ফুটপাতের দোকান। এর মধ্যে তন্দুরী চা, মালাই চা, বাটার চা, চকলেট চা, হরলিক্স চা, স্ট্রবিরি চা, বাদাম চা অন্যতম। পার্কের মোড়ে রবিউলের খিচুরির দোকানেও চলে জম্পেস আড্ডা।

নানা রকমের ভর্তার সাথে গরম খিচুরি ভালোই লাগে। তাছাড়া সস্তায় খিচুরি পাওয়া যায় এখানে। তাই সব শ্রেণির মানুষের ভিড় লেগেই থাকে। রংপুর টাউন হলের পাশে ফুটপাতে মাহবুব, মামুন ও আইয়ুবের চায়ের দোকানে আড্ডায় বেশিভাগে দেখা মেলে শিল্পী, নাট্যকার, কবি সাহিত্যিকদের।

চায়ের সাথে চলে গান, কবিতা আবৃত্তি। রংপুরে এরকম স্ট্রিট ফুডের আসর এক দশক আগেও তেমন ছিল না। ইদানিংকালে এই স্ট্রিট ফুডের আসর বেশি দেখা মেলে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS