ভিডিও

তিনশ’ টাকার বাজার মাত্র সাত টাকায়

কুড়িগ্রামে ব্যাগভর্তি সবজি পেয়ে খুশি শতাধিক দরিদ্র মানুষ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ১০:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

কুড়িগ্রাম জেলা ও ফুলবাড়ী প্রতিনিধি : কুড়িগ্রামে সাত টাকায় এক কেজি শিম, এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, দুই আঁটি ধনে পাতা, পালংশাক এবং একটি করে ডিম দেওয়া হয়েছে শতাধিক গরিব ও অসচ্ছল মানুষের মাঝে। পুরো প্যাকেজটির বাজার মূল্য তিনশ’ টাকার বেশি হলেও দরিদ্র মানুষেরা পেয়েছেন মাত্র সাত টাকায়।

খুশি হয়েছেন এসব মানুষ। সাত টাকায় ব্যাগ ভর্তি সবজি বিক্রি করছে ফাইট আনটিল লাইট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল মঙ্গলবার সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

সাত টাকার বাজার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের প্রমুখ।

সাত টাকার বাজারে সবজি কিনতে আসা রিনা রাণী ও রাণী আক্তার জানান, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে এক সাথে এতো বাজার করা অসম্ভব। মাত্র সাত টাকায় তিনশ’ টাকার কাঁচাবাজার পেলাম। কমদামে এতো বাজার পেয়ে আমাদের উপকার হলো।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, বেসরকারি সংগঠন ফুল এর অর্থায়নে উপজেলার অভাবী মানুষ মাত্র সাত টাকায় ব্যাগ ভর্তি বাজার করার সুযোগ পেলো। ফুল সংগঠন ত্রাণ না দিয়ে নামমাত্র টাকায় গরিব মানুষের বাজারের সুযোগ দিয়েছে।

ফুল সংগঠনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে ফাইট আনটিল লাইট (ফুল) সংগঠন গরিব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

আমরা ত্রাণ প্রথা থেকে মানুষকে বেরিয়ে এসে সম্মানের সাথে বাঁচবার জন্য সাত টাকা করে নিচ্ছি। এছাড়াও আমাদের সংগঠন থেকে নাগেশ্বরী, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলায় গরিব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS