ভিডিও

রাণীনগরে পূর্বশত্রুতার জেরে জমির ধান নষ্ট করার অভিযোগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৮:০৯ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৮:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে রোপণকৃত ধানে আগাছানাশক বিষ ছিঁটিয়ে প্রায় দেড়বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। এবিষয়ে রাণীনগর থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের উত্তর মাঠে এঘটনাটি ঘটে।

জমির মালিক মুন্সিপুর গ্রামের মৃত হুরমত আলীর ছেলে ওসমান আলী জানান, গ্রামের উত্তর মাঠে তাদের বেশ কিছু জমি রয়েছে। এরমধ্যে একই গ্রামের কৃষক শহিদুলের কাছে বেশ কিছু জমি বন্ধক রাখা হয়। জমিতে শহিদুল বোরো ধান চাষ করেছে। হঠাৎ কে বা কারা পূর্বশত্রুতার জেরে রোপণকৃত ধানে আগাছানাশক ওষুধ ছিটিয়েছে।

এতে জমির সমস্ত ধান হলুদ বর্ণ হয়ে মরে যাচ্ছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জমিতে গিয়ে ঘটনাটি দেখে পুলিশকে জানালে তারা ওই জমি পরিদর্শন করেছে। এঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন জমির মালিক ওসমান আলী।

এব্যাপারে একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই ফরিদ উদ্দীন জানান, ঘটনার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS