ভিডিও

মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম জবি শাখার সভাপতি অন্তর ও সাধারণ সম্পাদক তানিম

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১০:৩৩ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১০:৫৩ রাত
আমাদেরকে ফলো করুন

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দীপ্ত শপথ নিয়ে লড়াই করে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমান্ড কাউন্সিল গঠিত হয়। যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পায় রাকিবুল হাফিজ অন্তর৷ এবং সাধারণ সম্পাদক হয় তানিম ফারহান।
উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীতে আছেন ইমরান আহম্মেদ অপু, আবু জাফর,মেহেদি বাবু, ইমরুল নিয়াজ, মফিজুর রহমান হামিম, সৈয়দ শাহরুখ আলম শোভন, হামীম তালুকদার সান, মোঃ আরিফুল ইসলাম, ইমরুল কবির শাওন, সাইফুল রিজভী প্রমুখ।
সভাপতির সাথে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত
সহ-সভাপতি হয়েছেন করিম হাসান মৃদুল, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃআলিমুল রাজিব, সোহানুর রহমান,  মোঃআরিফুল ইসলাম আরিফ, আকিব হাসান অপি, রেজওয়ান খান নিরব, শফিকুল ইসলাম শান্ত, আল-নূর খান, শরীফ ইবনে ফুয়াদ, শাহিন হোসেন, মাহিয়া চৌধুরী, তাসনিমুল হাসান রাসাদ, শেখ সাব্বির আহম্মেদ সজল, নাদিয়া বিনতে ইউসুফ, উম্মে হানি নিনজা, জোবাইদা জেরিন, রিজুয়ান হক খান, ফয়সাল মুরাদ,ইসরাত জাহান ইভা,মোঃবকুল ইসলাম,হৃদিতা দেবনাথ,রিফাত তালুকদার,সাদমান আবিদ অপূব, আব্দুর রউফ,ফাহাদ বিন কামাল চৌধুরী,আব্দুল্লাহ আল জোবায়ের,সঞ্চিতা স্নিগ্ধা,খন্দকার শফিকুল ইসলাম,জোবায়ের হাসান,তন্ময় মৈত্র তনু, খোরশিদা আলম,মো:সাজ্জাদ রহমান,আজিজুল হাকিম।
যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হামীম ইবনে বাসার, সিয়াম উদ্দিন সিহাব,মোঃ কাউসার হোসেন, মোঃসেলিম রানা, ফারহান তানভীর
সাকিব, ওয়াকিল আহম্মেদ,সোনালী খানম, সাদিয়া আফরিন মৌরী, ফাতেহ রহমান ফুয়াদ, রসনিয়া রিতু, শরিফুল ইসলাম সাজিদ,হাসিবুর রহমান।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহারিয়ার নাসিন সানি, আবদুল ওয়াহেদ সুমিত, হাসান হাসিবুল ইসলাম চয়ন, কাজী প্রিন্স, ফারহানা জেসমিন ও মাকামে মাহমুদ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS