ভিডিও

রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১০:৪৭ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১০:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবু জাফর।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা পরিচালক মো. ফজলুল হক, বেরোবি পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, তথ্য অফিসার মামুন অর রশিদ, বিভাগীয় পরিসংখ্যান বিভাগের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা স্বাস্তিক শাহ আল মারুফ। দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS