ভিডিও

ভারত-বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে : ভারতের সহকারী হাইকমিশনার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১০:৫০ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১১:১২ দুপুর
আমাদেরকে ফলো করুন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর পরিদর্শন ও ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী থেকে গাড়িযোগে হিলি ডাকবাংলোতে পৌঁছান তিনি। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

পরে সেখানে হিলি-তুরা করিডর বাস্তবায়ন কমিটির সাথে বৈঠক করেন তিনি। এরপর তিনি হিলি সীমান্তের শূন্য রেখা পরিদর্শন শেষে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের হলরুমে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, দিনাজপুর চেম্বার অব কমার্স এর সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, ভারত হিলি এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডি এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মন্ডল,সহ-সভাপতি শ্রী রাজেশ আগারওয়ালা পাপ্পু,হিলি-তুরা করিডর বাস্তবায়ন কমিটির আহবায়ক ডা: নব কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর বিকেলে সড়ক পথে রাজশাহীর উদ্দেশে রওনা দেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS