ভিডিও

দেশের উন্নয়নে দরকার উদ্ভাবনী শক্তি : ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৮:২৬ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৮:২৬ রাত
আমাদেরকে ফলো করুন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বীর বিক্রম ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার উদ্ভাবনী শক্তি।

তবেই আমরা বিদেশি  নির্ভরতা কমাতে পারব। এজন্য সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৬টায় নীলফামারীর সৈয়দপুরে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত দেশব্যাপী সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  রংপুর বিভাগীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ বিক্রয়ের প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের অধীনে ২১টি জেলা ৩২টি পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন বহু কৃষক উপকৃত হয়েছে। বিদ্যুতের চাহিদা পূরণে আমাদের সৌর শক্তিকে কাজে লাগাতে হবে।

ড. তৌফিক বলেন, উন্নত রাষ্ট্রগুলো অতিরিক্ত কার্বন নি:স্বরণ করছে। এতে আমাদের মতো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য তারা আমাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য।

আলোচনা সভায়  উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, নেসকো পিএলসি চেয়ারম্যান সৈয়াদ মাসুদ আহম্মেদ  চৌধুরী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান দেবাশীষ চক্রবর্তী, নেসকো পিএরসি ব্যস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবার রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক রূপালী মন্ডল, দিনাজপুরের ভাবপ্রাপ্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS