ভিডিও

সীমান্তের ওপারে ভারি গোলাগুলি, কালো ধোঁয়া

প্রকাশিত: মার্চ ০২, ২০২৪, ০৩:৩৪ দুপুর
আপডেট: মার্চ ০২, ২০২৪, ০৩:৩৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদের ওপারে মিয়ানমারে থেকে ভারি গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সেই সঙ্গে ওই এলাকায় কালো ধোঁয়া দেখা যাচ্ছে। আজ শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্তের ওপার থেকে মর্টার শেলের ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে। এতে ওই সীমান্তঘেঁষা প্রায় ১০ হাজার মানুষ আতঙ্কে রয়েছেন।

টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘সকাল থেকে থেমে থেমে ওপারে মিয়ানমার থেকে ভারি মর্টার শেলের শব্দ শুনতে পাই। মর্টার শেলের শব্দে সীমান্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলে ও চাষিরা। এছাড়া সকাল থেকে সেখানে আগুনের কালো ধোঁয়াও দেখা যাচ্ছে। আমরা সীমান্তের লোকজনের খোঁজ রাখছি।’

জানা গেছে, হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্বে মিয়ানমারের কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা গ্রামে সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ চলছে। ওই সীমান্তের টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার এলাকায় নাফ নদীতে বিজিবি ও কোস্টগার্ড টহল বৃদ্ধি করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে সীমান্তে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। ওপারের পরিস্থিতির কারণে বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সীমান্তে বসবাসরতদের সতর্ক থাকতে বলা হয়েছে।’ এদিকে, এখনও মিয়ানমার থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে নাফ নদ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে চারশ’ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি-কোস্ট গার্ড সদস্যরা।

এ বিষয়ে কোস্ট গার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান বলেন, ‘ওপারের চলমান যুদ্ধের পরিস্থিতিতে নাফ নদ দিয়ে সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা থেকে আমরা (কোস্ট গার্ড) নাফ নদে টহল জোরদার রেখেছি। নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা ইতোমধ্যে দুই শতাধিকের বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে প্রতিহত করেছি।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS