ভিডিও

জামিন পেলেন বিএনপি নেতা চাঁদ

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ০৪:৫১ দুপুর
আপডেট: মার্চ ০৩, ২০২৪, ১০:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্যের মামলায় আবু সাঈদ চাঁদের অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (৩ মার্চ) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. রওশন আলম জামিন মঞ্জুর করেন। এর আগে গত বছরের ২২ মে রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে সদর থানায় ১০০ কোটি টাকার মানহানির একটি মামলা দায়ের করেন। 

আসামিপক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা জানান, ২০২৩ সালের ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। ২৪ মে এ অভিযোগে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদি হয়ে একটি মামলা করেন। সেই মামলায় বাদিপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীর তর্কবিতর্ক শেষে ১৫ হাজার টাকা জামানত মুচলেকায় আবু সাঈদ চাঁদকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ মে রাজশাহীর পুঠিয়া এলাকায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিষয়টিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে বিএনপি নেতা চাঁদকে আসামি করে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়। ওই ঘটনায় বিএনপির নেতা চাঁদকে প্রধান ও অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে সহযোগী আসামি করে ২৩ মে শেরপুরের আমলি আদালতে মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। এর দুই দিন পর একই ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS