ভিডিও

মদ্যপানে অসুস্থ হয়ে মানিকগঞ্জে মামা-ভাগনের মৃত্যু

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট: মার্চ ০৩, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে অসুস্থ হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শুশীল বৈরাগীর বাড়িতে ওই বিয়ের অনুষ্ঠান ছিল।

মৃত দুজন হলেন গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে দীপু সরকার (২৯) এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২১)। দীপুর বড় বোনের ছেলে প্রসেনজিৎ।

দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী বলেন, ‘বোনের বিয়ে উপলক্ষে রাতে ৮-১০ জন মিলে তরল কিছু খেলে ছয়-সাতজন অসুস্থ হয়ে পড়ি। বেশি অসুস্থ হয়ে গেলে শনিবার সন্ধ্যায় প্রসেনজিৎকে হরিরামপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর দীপুকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তবে এ বিষয়ে তাঁদের পরিবারের আর কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি স্থানীয় হাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মনির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের মেডিকেল অফিসার রাশেদা নাজনীন বলেন, প্রসেনজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দেশীয় মদপানে মৃত্যু কিনা জানতে চাইলে বলেন, ‘সে সম্পর্কে বলতে পারছি না।’

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, প্রসেনজিতের লাশের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে।

স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ সদর থানা এলাকায় মদ্যপানে দুজন মারা গেছে। এর মধ্যে একজন হরিরামপুরের, আরেকজন গাজীপুরের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS