ভিডিও

শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে গ্রেনেড সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রকাশিত: মার্চ ০৪, ২০২৪, ১০:২০ রাত
আপডেট: মার্চ ০৪, ২০২৪, ১০:২০ রাত
আমাদেরকে ফলো করুন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরের অদূরে বাঘাবাড়ি ঘাট এলাকা থেকে মাটির নিচ থেকে একটি গ্রেনেড সাদৃশ্য বস্তু পাওয়া গেছে।

জানা গেছে, আজ সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় বাঘাবাড়ি নো-বন্দরের একটি দোকানের পাশের নিচের মাটি থেকে গ্রেনেড সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তারা গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন।

থানার এসআই এরশাদুর রহমান জানান, বাঘাবাড়ি থেকে খবর পেয়ে তারা এসে গ্রেনেড সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করেন। গ্রেনেডটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, ১৯৭১ সালে পাক বাহিনীর সাথে এই বন্দরে অনেক যুদ্ধ হয়েছে এবং অনেক মানুষ শহীদ হয়েছে। ওই সময়ের গ্রেনেড হতে পারে বলে ধারনা করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS