ভিডিও

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: মার্চ ০৫, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আপডেট: মার্চ ০৫, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তে ভারত থেকে আসা হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। 
সোমবার রাত ১১টার দিকে উপজেলার মহিশলাটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান হালুয়াঘাট থানার এসআই মো. আমিনুল ইসলাম। 
নিহত সাইফুল ইসলাম (৩৮) ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে। 
এসআই আমিনুল বলেন, রাতে একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে স্থানীয়দের সবজির ক্ষেত নষ্ট করা শুরু করে। তখন গ্রামের লোকজন জড়ো হয়ে হাতি তাড়াতে চেষ্টা করেন। 
“তখন হাতি উল্টো তাদের তাড়া করে। এসময় সবাই হাতির আক্রমণ থেকে রক্ষা পেলেও সাইফুল ইসলাম নিজেকে রক্ষা করতে পারেনি। হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। 
পরে হাতি চলে গেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। 
আমিনুল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করে। এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS