ভিডিও

সুন্দরগঞ্জে পরীক্ষা কেন্দ্রে পুলিশের কাজে বাধা, আটক ১

প্রকাশিত: মার্চ ০৫, ২০২৪, ১১:০৬ রাত
আপডেট: মার্চ ০৫, ২০২৪, ১১:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র ধর্মপুর ডি ডি এম উচ্চ বিদ্যালয় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের কাজে বাধা প্রদান করার অপরাধে মো. সজিব মিয়া নামে একজনকে আটক করেছে। এনিয়ে মালার প্রস্তুতি চলছে। সেনা সদস্য মো: সজিব মিয়া উপজেলার সীচা গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে।

জানা যায়, আজ মঙ্গলবার (৫ মার্চ) পরীক্ষার শেষ হওয়ার ১৫ মিনিট আগে সরকারি বিধি ভঙ করে পরীক্ষা কেন্দ্রের মুল গেট দিয়ে সজিব মিয়া কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. হযরত আলী বাধা দেয়। এক পর্যায়ে ঊভয়ের মধ্যে বাকবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য হযরত আলী আহত হন।

পরে পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকদের সহায়তায় সজিব মিয়াকে আটক করে পুলিশ। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন এবং আটক সজিব মিয়াকে থানায় নিয়ে আসে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন মোছা. শামসাদ জানান, পরীক্ষা চলাকালীন বেআইনিভাবে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন সজিব। পুলিশ সদস্য বাধা দিলে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, আটক সজিব মিয়া ১৪৪ ধারা ভঙ করে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যের সাথে হাতাহাতি হয়।

এনিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল। থানার ওসি মো. মাহবুব আলম জানান, সজিব পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS