ভিডিও

শাজাহানপুরে অবশেষে শুরু হলো ৭ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ

প্রকাশিত: মার্চ ০৭, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট: মার্চ ০৭, ২০২৪, ০৯:২২ রাত
আমাদেরকে ফলো করুন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: এলজিইডি’র অর্থায়নে ৯ কোটি টাকা ব্যয়ে বগুড়ার শাজাহানপুরে জামাদারপুকুর-গাড়ীদহ মহাসড়ক পর্যন্ত ৭ কিলোমিটার চলাচল অযোগ্য পাকা রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 
গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু জানিয়েছেন, কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য খানাখন্দক সৃষ্টি হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। ৩ বছরেরও বেশি সময় ধরে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একই রকমের দুর্ভোগের চিত্র তুলে ধরে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলী ইমাম ইনোকি বলেন, শাজাহনপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী শেরপুর, নন্দীগ্রাম, কাহালুর একাংশ এবং নাটোরের সিংড়া উপজেলার বাইপাস রোড হিসেবে ব্যবহার হয় জামাদারপুকুর-গাড়ীদহ সড়ক। পথচারীসহ প্রতিনিয়ত দুরপাল্লার যানবাহনও চলাচল করে। কিন্তু খানাখন্দক থাকায় রাস্তাটি ভোগান্তির কারণে পরিণত হয়েছে। বর্ষাকালে ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। মাঝে মধ্যে নিজ অর্থায়নে ছোট খাট মেরামত করে কোনমতে চলাচলের ব্যবস্থা করতে হয়েছে। উপজেলা চেয়ারম্যানের প্রচেষ্টায় রাস্তাটি সংস্কার কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষ সড়ক যোগাযোগের ভোগান্তি থেকে রেহাই পাবে।

সংস্কার কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক  আসাদুজ্জামান লিটন, আওয়ামী লীগ নেতা সেলিম হোসেন, আব্দুল ওয়াদুদ মুকুল, ইউসুফ আলী, বাদশা আলমগীর, ঠিকাদারের প্রতিনিধি আতিকুর রহমান প্রমুখ। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS