ভিডিও

শাহজাদপুরে ৯টি ইটভাটায় ৪৬ লাখ টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট: মার্চ ১১, ২০২৪, ০৯:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে উপজেলার অবৈধ ৯টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় উপজেলার কায়েমপুর, পোতাজিয়া ও গাড়াদহ ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনা করেন মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব কাজী তামজীদ আহমেদ। এসময় মশিপুরে এমআরএম ব্রিকস-১, এমআরএম ব্রিকস-২, এমএমএইচ ব্রিকস, এমএমএইচ ব্রিকস, এমএসবি ব্রিকস মশিপুর, এবিএম ব্রিকস মাকড়কোলা, এসআরএম ব্রিকস, এমএইচটি ব্রিকস পোতাজিয়া ও কেবিএম ব্রিকস তালগাছিসহ মোট ৯টি অবৈধ ইট ভাটায় ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ৭টি ইটভাটা স্কেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে দেয়া হয়। এবং ইটভাটার কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করে দিবেন বলে মুচলেকা দেন ইট ভাটার মালিকরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS