ভিডিও

রংপুর নগরীতে কর্তব্যপালনরত ট্রাফিক পুলিশের রাস্তায় ইফতার

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট: মার্চ ১৪, ২০২৪, ০৯:২২ রাত
আমাদেরকে ফলো করুন

রংপুর প্রতিনিধি: রোজার মাসে রংপুর নগরীর যানজট নিরসনে রংপুর মেট্রোপলিটন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। রোজাদার ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে গিয়ে ইফতার করতে পারে সেজন্য শতাধিক ট্রাফিক পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকেরা নগরীর গুরুত্বপূর্ণ ১৭টি স্থানে দায়িত্ব পালন করে আসছেন।

যানবাহন, পথচারী, ব্যবসায়ী ও ক্রেতাদের স্বস্তিতে রাখতে ট্রাফিক পুলিশ বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের তৎপরতা লক্ষ্যণীয়। ইফতারির সময় তারা কর্তব্য পালনরত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ইফতার সেরে নিচ্ছেন।

রংপুর মহানগর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. বেলাল হোসেন জানান, রংপুর নগরীর গুরুত্বপূর্ণ ১৭টি স্থানে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। এরমধ্যে কাচারী বাজার, পাবলিক লাইব্রেরির মোড়, কৈলাশ মোড়, পায়রাচত্তর, জাহাজ কোম্পানির মোড়, কেন্দ্রীয় বাসটার্মিনাল, ধাপ চেকপোস্ট, মেডিকেল মোড়, সিও বাজার, মাহিগঞ্জ, সাথমাথা, অর্জন মোড়, পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, শালবন ইন্দ্রার মোড় রয়েছে। এর পাশাপাশি ৩০ জন স্বেচ্ছাসেবক ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন। এসব স্থানে তিন থেকে ৭ জন ট্রাফিক পুলিশসহ স্বেচ্ছাবেক বিরামহীনভাবে কাজ করছেন। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি মেনহাজুল আলম জানান, রোজার মাসে নগরীর যানজন নিরসনে মহানগর ট্রাফিক পুলিশ দক্ষতা, আন্তরিকতা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে বিকেল ৪টা থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত তাদের কার্যক্রম লক্ষ্যণীয়। নগরীর গুরুত্বপূর্ণ ১৭ স্থানে প্রায় শতাধিক ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন। 

তিনি জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঈদের কেনাকাটা কারর জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই নগরীতে প্রবেশ করে। এজন্য যানজট প্রকোট আকার ধারণ করে। রমজান মাসে মানুষ যাতে স্বস্তিতে কেনাকাটা ও রোজাদারেরা নির্দিষ্ট স্থানে গিয়ে ইফতার করতে পারে এজন্য আমাদের সেবা অব্যাহত থাকবে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS