ভিডিও

রোজাদারের কাছে লেবু প্রিয় হলেও দামে অপ্রিয়

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট: মার্চ ১৬, ২০২৪, ১১:১০ দুপুর
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : এক গ্লাস লেবুর শরবত রোজাদার মানুষের শরীরকে সুস্থ রাখতে ভূমিকা রাখে কিন্তু সেই লেবুর দাম বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। গত সপ্তাহে যে লেবু ১০-১৫ টাকা হালি ছিলো সেই লেবু রমজানের প্রথমদিন থেকে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকা হালি দরে। লেবুর শরবতের স্বাদ ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মেটানো হচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মানভেদে হাইব্রিড জাতের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দামে। আর দেশিয় জাতের লেবু ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ক্ষোভের সাথে ক্রেতারা জানায়, রমজান মাসে রংপুরের বাজারে নিত্যপণ্যের দামবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে লেবুর দামও।

স্থানীয় দোকানিরা জানান, এই সময়ে লেবুর আমদানি কম থাকে। দেশি জাতের লেবুর খোঁজ মেলে না। কিছুটা হাইব্রিড লেবু পাওয়া যায়। তাই অধিক দামে কিনে প্রতি হালি লেবু ৩০ থেকে ৪০টাকা হালি বিক্রি করতে হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS