ভিডিও

রাজশাহীতে ১০২০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ১১:০৫ রাত
আপডেট: মার্চ ১৫, ২০২৪, ১১:০৫ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোরে এক হাজার ২০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। আজ শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলো- উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজারের মৃত সঞ্জু সিংয়ের ছেলে রতন সিং (৫২) ও যোগিন্দর কুজুরের স্ত্রী সন্ধ্যা রাণী (৪০)।

র‌্যাব রাজশাহীর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সকাল সাড়ে ৮টায় রাইতান বড়শো কালীগঞ্জ বাজারে যোগিন্দর কুজুরের বসতবাড়িতে অভিযান চালায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি সন্ধ্যা রাণী ও রতন সিংকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের তানোর থানায় সোপর্দ করা হয়। মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS