ভিডিও

ছাত্রীর শ্লীলতাহানির মামলায় শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আপডেট: মার্চ ১৬, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ছাত্রীর শ্লীলতাহানির মামলায় সুভাষ কুমার দাস (৫৮) নামের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নুরুল্লাহপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবার তালা থানায় মামলাটি করে। 
অভিযোগে উল্লেখ করা হয়, সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে এক ছাত্রীকে শ্রেণি কক্ষে ডেকে হাত ও পা টিপে দিতে বলেন। এ সময় ওই কক্ষে কোনো শিক্ষার্থী ছিল না। এই সুযোগে শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। বিষয়টি জানাজানি হলে, পরের দিন অবিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করেন। কিন্তু, তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তালা থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হয়। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। 

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS