ভিডিও

বঙ্গবন্ধু সারাজীবন বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন : এসপি, বগুড়া

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ১১:০৪ রাত
আপডেট: মার্চ ১৮, ২০২৪, ১০:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আজ রোববার (১৭ মার্চ) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ গঠনে এমন কোন সংগ্রাম পাওয়া যাবে না যাতে বঙ্গবন্ধু নেতৃত্ব দেননি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একসাথে ৩৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছিলেন। তিনি শিশুদের সুরক্ষার জন্য ১৯৭৪ এর শিশু আইন প্রণয়ন করেছিলেন। বঙ্গবন্ধু এদেশের মানুষকে ভালোবেসে গেছেন। তার মানবিক গুণগুলো তার ছোটবেলা থেকে প্রকাশ পেয়েছে।

বঙ্গবন্ধু বলতেন, ‘আগে বাঙালি, পরে অন্যকিছু হতে হবে।’ বঙ্গবন্ধু এই বাঙালি জাতির সাথে বেইমানি করেননি, তিনি সারাজীবন বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। তাই সকলকে বাংলাকে ভালবাসি উচ্চারণ করতে হবে, যে বাংলাদেশকে ভালবাসতে পারে, যার মাঝে দেশপ্রেম আছে, সে সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবে।

ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন। আমাদের সকল শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর জীবনী অধ্যয়ন করতে হবে। আগামীতে দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ে তুলবে আজকের এই শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু বলতেন ‘বিশ্ব মানব হবি যদি ষোলআনা বাঙালি হ’।

আর এই বাঙালি জাতির জন্য আমরণ লড়ে গেছেন বঙ্গবন্ধু। আমাদের নিজের শিকড়ের সন্ধান করতে হবে, মাটির সন্ধান করতে হবে যেখানে আমাদের একদিন মিশে যেতে হবে। আগামীতে সারাদেশের মধ্যে এই পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ হয়ে উঠবে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও  বঙ্গবন্ধুর আদর্শে গড়া প্রতিষ্ঠান হয়ে উঠবে।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক নাছিমা খাতুন। আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি  ইবনুল তাশরীফ, প্রাথমিক শাখার ইনচার্জ ওয়ায়েছ কুরুনী।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সহকারী শিক্ষক রেহেনা আমিন শিল্পী, গান পরিবেশন করেন প্রভাষক আবুল বাসার। শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি করেন জারিন তাছনীম আদৃতা। বক্তব্য রাখেন আফরা আয়েশা ঐশী ও সামিউল হক দিহান্ অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS