ভিডিও

তালোড়ায় ছয়টি দোকানে জরিমানা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট: মার্চ ১৮, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় আজ সোমবার (১৮ মার্চ) বিকালে ভ্রাম্যমান আদালত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি কার্যক্রমের আওতায় ৬টি দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসি-ল্যান্ড লিজা আক্তার বিথী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, বাজার তদারকির আওতায় এ দিন ভ্রাম্যমাণ আদালত উপজেলার তালোড়া চারমাথা এলাকার বেশ কয়েকটি দোকানে অভিযান চালান। এ সময় দোকানগুলোতে মুল্য তালিকা না থকায় ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিক ভাবে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করে তা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী বিষয়টি নিশ্চিত করে জানান, বাজারের অস্থিরতা স্বাভাবিক রাখার কার্যক্রমের আওতায় এই অভিযান চালানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS