ভিডিও

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ১০:৪৪ রাত
আপডেট: মার্চ ১৮, ২০২৪, ১০:৪৪ রাত
আমাদেরকে ফলো করুন

পঞ্চগড় এক্সপ্রেস বঙ্গবন্ধুর সেতুর পূর্বপ্রান্তে লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। 

আজ সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধুর সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয় বলে জানান স্টেশন মাস্টার (বুকিং) রেজাউল ক‌রিম জানান। তিনি বলেন, “একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।” বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ ব‌লেন, “পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় লাইনচ‌্যুত হয়।

ট্রেনের চাকার ত্রু‌টির কার‌ণে এ ঘটনা ঘটেছে।” কখন এ পথে ট্রেন পুনরায় চালু হবে জানতে চাইলে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে। তারপরই পুনরায় ট্রেন চালু হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS