ভিডিও

বোদায় বেগুনের কেজি ৫ টাকা

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ০৯:০৩ রাত
আপডেট: মার্চ ২২, ২০২৪, ০৯:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় এক সপ্তাহের ব্যাবধানে ৫০ টাকার বেগুন বর্তমানে ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হটাৎ এমন দরপতনে বেগুন চাষীদের মাঝে হতাশা বিরাজ করছে। বেগুণ চাষীদের ক্ষেত থেকে বেগুণ তুলে বাজারে বিক্রি করার পর কৃষকদের আর কোন টাকা থাকছে না।

বর্তমান বাজার ঘুরে দেখা যায়, আলু, পেয়াজ, রসুন আদা ছাড়া অন্যান্য শাক সবজির বাজার নিম্ন মুখী।  যে লাউ কিছুদিন আগে বিক্রি হয়েছে ৩০/৪০ টাকা পিচ, সেই লাউ বিক্রি হচ্ছে ৫ টাকা পিচ দরে। লাল শাক, ডাটা শাক, পুই শাক, লাউ শাক সহ অন্যান্য শাক সবজির দাম অধেকের বেশি কমে গেছে।

কথা হয় বোদা পৌরসভার সাতখামার গ্রামের লাউ ও  বেগুন চাষী জালাল উ্দ্দীনের সাথে, তিনি আজ শুক্রবার (২২ মার্চ) বোদা বাজারে লাউ ৫ টাকা পিচ ও বেগুণ ৫ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তিনি জানান এভাবে কৃষকরা ফসলের নায্য মুল্য না পেলে অনেক কৃষক আর শাক সবজি চাষ করবে না।

এ ব্যাপারে বোদা বাজারের শাক সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে আমদানী  বেশি হওয়ায় শাক সবজির দাম কমে গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS