ভিডিও

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, ৩ কারখানার জরিমানা

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট: মার্চ ২৩, ২০২৪, ১১:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

ভোলা প্রতিনিধি: ভোলায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অভিযোগে তিনটি সেমাই তৈরি কারখানার মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরের দিকে ভোলার লালমোহনের নাঙ্গলখালী ও নবীনগর এলাকার ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- ভোলার লালমোহনের নাঙ্গলখালীর মিনা ফুড প্রোডাক্টস, নবীনগরের শেখ আলী ফুড প্রোডাক্টস ও রিফাত ফুড প্রোডাক্টস। এরমধ্যে মিনা ফুডকে দুই হাজার, শেখ আলী ফুডকে আট হাজার ও রিফাত ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে তিন প্রতিষ্ঠানের মালিকদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS