ভিডিও

নারায়ণগঞ্জে কাঁচাবাজারে আগুন, পুড়ে  ছাই ২০০ দোকান

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ১১:১০ দুপুর
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ১২:০৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারের আগুন লাগার ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে দুই শতাধিক দোকান। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রোববার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে শনিবার (২৩ মার্চ) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। 

মার্কেটে থাকা ওষুধ, মুদি দোকান, টিন, হার্ডওয়ারের দোকান, তেল-মবিল, টায়ার টিউব ও কাচাঁমালের দোকানগুলো অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে পাশেই থাকা কাপড়ের বড় মার্কেটটিতে আগুন ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহত বা আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আগুনের মাত্রা অনেক বেশি থাকায় এটি ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা, আড়াইহাজার ও পূর্বাচল ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

স্থানীয়রা জানান, রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ বলেন, আগুনের খবর পেয়ে আমাদের কাঞ্চন, ডেমরা, আড়াইহাজার ও পূর্বাচলের চারটি স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। আগুনটা বড় হওয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS