ভিডিও

চলন্ত ট্রেনে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন নারী

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুন নামের এক নারী।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও তালশহর এলাকার মাঝামাঝি চলন্ত ট্রেনে ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রসূতি ও তার নবজাতককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জান্নাতুন চট্টগ্রামের কর্ণফুলির বাসিন্দা ইকবাল মিয়ার স্ত্রী। রোববার বিকাল ৪টার দিকে স্ত্রী জান্নাতুনকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ ট্রেনে ওঠেন ইকবাল।

খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেনে স্ত্রীকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হন ইকবাল। ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন অতিক্রম করলে ইকবালের স্ত্রীর প্রসব ব্যথা ওঠে। ট্রেনটি আশুগঞ্জ স্টেশন অতিক্রম করার পর ওই বগিতে থাকা এক নারী চিকিৎসকসহ অন্যান্য যাত্রীদের সহায়তায় ট্রেনে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই মা। ট্রেনের পরিচালক (গার্ড) মো. যোবায়ের ও কন্ডাক্টর গার্ড মো. নুরুল আমিন বিষয়টি ঢাকা রেলওয়ের কন্ট্রোলকে অবগত করলে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে স্থানীয়দের সহায়তায় নবজাতক ও তার মাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারলে হাসপাতালে নেওয়া হয়।

কন্যাসন্তানের বাবা ইকবাল মিয়া বলেন, ‘আমরা ‘ড’ বগিতে ছিলাম। প্রসব ব্যথা ওঠার পর ওই বগিতে একজন মহিলা চিকিৎসক ছিল। তার সহায়তায় ট্রেনেই আমার স্ত্রী কন্যাসন্তান জন্ম দেয়। পরে ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন যাত্রা বিরতি দিলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন। এটি আমার দ্বিতীয় সন্তান।’

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ও প্রসূতি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স স্মৃতি রানী রায় বলেন, ‘সন্ধ্যার দিকে তারা প্রসূতি ওয়ার্ডে আসে। শিশুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। নবজাতকের নাভিতে কর্ট ক্লেইম করেছি। পরে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। পাশাপাশি নবজাতক ও তার মাকে সব ব্যবস্থা দেওয়া হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন বলেন, ‘প্রসূতি সন্তান প্রসব করায় ঢাকা কন্ট্রোল রুমের নির্দেশে সন্ধ্যা ৬টা ২০ এ সুবর্ণা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে যাত্রা বিরতি দেয়। পরে প্রসূতি মা ও একটি সন্তানকে হাসপাতালে পাঠানো হয়।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS