ভিডিও

গুরুদাসপুরে হামলার ভয় নিয়েই ভাঙা ঘরে দিন কাটাচ্ছেন স্বামী-স্ত্রী

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১০:৪৭ রাত
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১০:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হয়ে জীবনের ঝুঁকি নিয়েই ভাঙা ঘরে বসবাস করছেন স্বামী-স্ত্রী। আজ সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামে গিয়ে দেখা যায় এমন চিত্র।

গ্রামের কৃষক আব্দুস সালাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে প্রতিবেশী রিয়াজ মন্ডলের ছেলে খলিল মন্ডল, আব্দুল মজিদ মন্ডলসহ তাদের অনুসারীদের সাথে। পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার সকালে প্রায় ৮-১০ জন বাড়ির মধ্যে এসে অতর্কিত হামলা চালায়।

এসময় তিনি, স্ত্রী আছমা বেগম এবং ছেলে আজাদুল গুরুতর আহত হন। খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে শ্বশুর বাড়ির লোকজন দেখতে এলে তাদেরকেও মারধর করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। এঘটনায় প্রতিকার চেয়ে গুরুদাসপুর থানায় ৮ জনের নামে অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

তবে প্রতিপক্ষ প্রতিবেশী আব্দুল মজিদ অভিযোগ অস্বীকার করে বলেন, এক শতক জায়গা নিয়ে দ্বন্দ্ব। গত শুক্রবার সন্ধ্যায় ভাড়ায় মাস্তান নিয়ে এসে উপরন্ত তারাই তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন জানান, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS