ভিডিও

জমি সংক্রান্ত বিরোধের জের নাটোরে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আপডেট: মার্চ ৩০, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে নাটোরের নলডাঙ্গা উপজেলায় আপন চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত মো. জিল্লুর রহমান (৪৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. আহাদ আলী (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (৩০ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হন। আহতদের মধ্যে জিল্লুর রহমান মাথায় প্রতিপক্ষের কোদালের আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হন। এ অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রামেকে স্থানান্তর করা হয়। আর অন্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জিল্লুর রহমান উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি নওগাঁ জেলার আত্রাই উপজেলার থলওলমা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মৌলভি) হিসেবে কর্মরত ছিলেন। অপর আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আটক মো. আহাদ আলী একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS