ভিডিও

‘আর দেহা হইত না’ বলে ফোন বন্ধ প্রেমিকের, প্রেমিকার ‘আত্মহত্যা’

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৫:১৫ বিকাল
আপডেট: মার্চ ৩০, ২০২৪, ০৫:১৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

নেত্রকোণা প্রতিনিধি: বিয়ের আশ্বাস দিয়ে ছেলেকে ভাগিয়ে দেওয়ায় নেত্রকোণার দুর্গাপুরে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ তুলেছে।

দুর্গাপুর পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার সুসং আশ্রয়ণ প্রকল্পে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান।

মৃত ১৯ বছর বয়সী সবুজা খাতুন ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. মঞ্জু ইসলামের মেয়ে। তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা বলছেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল আলীর ছেলে বাবু মিয়ার (২৫) সঙ্গে সবুজার প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তাদের একসঙ্গে পেয়ে ঘটনাটি জানাজানি হলে বিয়ের আশ্বাস দেয় ছেলের পরিবার। কিন্তু পরে ছেলের পরিবারের লোকজন ছেলেকে ‘দূরে কোথাও’ পাঠিয়ে দেয়। এরপর বাবুর পরিবারের লোকজনও পালিয়ে যায়।

সবুজার মা রনী বেগম বলেন," আমার মেয়ের লগে কথা হইলে, বাবু কইছে আর দেহা হইতো না। সে সবুজাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। “সকালে আবার আমার মেয়ে বাবুরে ফোন দিয়ে তার ফোন বন্ধ পায়। এমন প্রতারণা সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়।”

এসআই জহিরুল বলেন, “ঘরের ভেতরে বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সবুজার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS