ভিডিও

ঈদ উপলক্ষে অসহায় ব্যক্তিরা পাচ্ছেন ১০ কেজি চাল

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আপডেট: এপ্রিল ০২, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলার মোট ২২ লাখ ৮১ হাজার ৬২৪ জন অসহায়ের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেন।

তিনি জানান, রংপুর জেলার ২ লাখ ৮৬ হাজার ৩৪৫ জন, গাইবান্ধা জেলার ৩ লাখ ৫১ হাজার ৫৩৩ জন, কুড়িগ্রাম জেলার ৪ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন, নীলফামারী জেলার ২ লাখ ৫২ হাজার ১৮২ জন, লালমনিরহাট জেলার ১ লাখ ৪১ হাজার ২৭৬ জন, দিনাজপুর জেলার ৫ লাখ ৯২ হাজার ৩৩ জন, ঠাকুরগাঁও জেলার ১ লাখ ২৪ হাজার ১৬৬ জন এবং পঞ্চগড় জেলার ৬৪ হাজার ৫৯০ জন অসহায়কে এ সুবিধা দেয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS