ভিডিও

হরিপুরে লিচু চাষির মুখে মুচকি হাসি

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২৪, ০৯:৫৮ রাত
আপডেট: এপ্রিল ০২, ২০২৪, ০৯:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে লিচু বাগানের গাছগুলো মুকুলে ভরে গেছে। মুকুলের ভারে নুয়ে পরছে গাছের ডাল। যা দেখে চাষিদের মুখে ফুটেছে হাসি, এবার অধিক ফলনের আশা করছেন তারা। গত কয়েক বছরের তুলনায় এবছর প্রতিটি গাছের ডালে ডালে মুকুল এসেছে বলে জানিয়েছে লিচু চাষিরা।

লিচু চাষিরা বলেন, গাছে মুকুল আসার পূর্বেই এবার বৃষ্টি হওয়ায় প্রতিটি গাছেই মুকুল হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জ্যৈষ্ঠ মাসের শুরুতে গাছে গাছে লাল টুকটুকে লিচুর দেখা মিলবে। বাগান কেনার জন্য ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়েছে। দাম ভালো পাওয়ার আশা করছেন তারা।

হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন বলেন, হরিপুরের মাটি বেলে দোআঁশ যুক্ত হওয়ায় এ উপজেলায় ১০ হেক্টর জমিতে চায়না থ্রি, বোম্বাই, মাদ্রাজি, কাঁঠালি, গোলাপিসহ বিভিন্ন জাতের লিচুর চাষ হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে ফলনও ভালো হবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS