ভিডিও

হঠাৎ করেই হিলিতে রসুনের দাম বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকা

প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৪, ০৪:৩৫ দুপুর
আপডেট: এপ্রিল ০৭, ২০২৪, ০৪:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে সাতদিনের ব্যবধানে হঠাৎ করেই দেশি রসুনের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা করে। কৃষকরা রসুন শুকিয়ে মজুদ রাখায় বাজারে পণ্যটির সরবরাহ কমেছে। এ কারণেই দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের।

হিলি বাজার ঘুরে দেখা যায়, বতর্মানে দাম বেড়ে বাজারে প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৩০-১৬০ টাকা দরে, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৮০-১শ’ টাকা দরে। দাম বাড়ায় রসুনের বিক্রি কমে গেছে বলে জানান বিক্রেতারা।

হিলি বাজারের রসুন বিক্রেতারা জানান, সাতদিনের ব্যবধানে মোকামে রসুনের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। এর কারণ হলো আগে কৃষকরা খেত থেকে রসুন তুলেই বিক্রি করে দিচ্ছিলেন, যার কারণে বাজারে সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে ছিল। সেই সাথে রসুন কাঁচা থাকায় দামের ওপর প্রভাব পড়েছিল।

কিন্তু বর্তমানে কৃষকরা মজুদ করতে খেত থেকে রসুন তুলে শুকাচ্ছেন। ফলে বাজারে সরবরাহ কিছুটা কমতির দিকে। বাজারে পণ্যটির সরবরাহ বাড়লে দাম কমে আসতে পারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, আমাদের সংস্থার পক্ষ থেকে জেলার বিভিন্ন হাট ও বাজারে অভিযান চালানো হচ্ছে।

কেউ যেন অহেতুক বা কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে, সেটি তদারকি করা হচ্ছে। কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যায় আর যদি সেটি প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS