ভিডিও

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম, গঙ্গাচড়ার হুজাইফাকে দেখতে মানুষের ঢল

প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৪, ০৬:৫৯ বিকাল
আপডেট: এপ্রিল ০৭, ২০২৪, ০৬:৫৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করা ১০ বছর বয়সী রংপুরের গঙ্গাচড়ার হাফেজ হুজাইফা বিন মনিরুজ্জামানকে দেখতে তার গ্রামের বাড়ি উপজেলা সদর ইউনিয়নের গান্নারপাড় এলাকায় হাজারও মানুষের ঢল নেমেছে।

সম্প্রতি তানজানিয়ার দারুস সালামে ‘তানজানিয়া ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রথম গ্রুপে (১২ বছরের নিচে বাচ্চাদের পূর্ণ ৩০ পারা) ৩০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের সন্তান হাফেজ হুজাইফা প্রথম স্থান লাভের গৌরব অর্জন করে।

এর আগে গত বুধবার পুরস্কার নিয়ে দেশে ফিরলে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ফুল দিয়ে বরণ করে নেন তার প্রতিষ্ঠানের ওস্তাদ, সহপাঠি, তার আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। এরপর গত শুক্রবার দুপুর ১২ টার দিকে ঢাকা থেকে তার জন্মস্থান গঙ্গাচড়ায় প্রবেশ করলে তাকে দেখতে হাজারও মানুষের ঢল নামে।

এসময় তাকে দেখতে আসা লোকজন ফুল ছিটিয়ে এবং ফুলের মালা পরিয়ে বরণ করে তাকবির ধ্বনি দিয়ে র‌্যালির মাধ্যমে গাড়িতে করে তাকে তার বাড়ি গান্নারপাড়ে নিয়ে যান। সেখানেও তার এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর নিজ বাসায় ফিরে সে তার দাদার কবর জিয়ারত করে। হাফেজ হুজাইফা গঙ্গাচড়া উপজেলার গান্নারপাড় এলাকার মনিরুজ্জামান ও হালিমা বেগম দম্পতির প্রথম সন্তান। সে গঙ্গাচড়ার মাদসারাতুদ দাওয়াহ ওয়াল ইরশাদ (তাকওয়া) মাদসারার ছাত্র ছিল। বর্তমানে সে রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।

ছেলের এমন অর্জনে বাবা মনিরুজ্জামান বলেন, আমার সন্তান ২৯ টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছে। এজন্য বাবা হিসেবে আমি গর্বিত। আমি সকলের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই সে যেন দেশের সুনাম আরও উজ্জ্বল করতে পারে।

হাফেজ হুজাইফার সাথে কথা হলে সে বলে, বাংলাদেশে ৩০ হাজার প্রতিযোগীর মধ্যে আমাকে নির্বাচিত করে তানজানিয়ায় পাঠানো হয়। আলহামদুলিল্লাহ সেখানে ৩০ টি দেশের প্রতিযোগীরদের মধ্যে আমি প্রথম হই। এজন্য আমি দেশবাসী, আমার বাবা-মা ও আমার ওস্তাদকে ধন্যবাদ জানাই।

তার শিক্ষক হাফেজ ক্বারী নাজমুল হাসান বলেন, প্রতিযোগিতায় ওর তিলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। তিলাওয়াত এত শ্রুতিমধুর ছিল যে যেখানে প্রতিযোগিতা হচ্ছিল ওই হলরুমে সবাই তাকবির ধ্বনি দিয়ে মুখরিত করে রেখেছিল। হুজাইফা বিশ্ববরেণ্য আলেম হয়ে ইসলাম এবং দেশের মানুষের খেদমত করুক এবং দেশের নাম আরও উজ্জ্বল করুক এই কামনা করি।

এবিষয় গঙ্গাচড়া উপজেলা নিবাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, তার এই সাফল্যে গঙ্গাচড়াবাসীসহ সারাদেশ আজ গর্বিত। খুব শিগগিরই তাকে সংবর্ধনা দেওয়া হবে। সে গঙ্গাচড়া উপজেলার গর্ব। তার জন্য অনেক শুভ কামনা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS