ভিডিও

৪২ বছরের ধারাবাহিকতায় আগামী রোববার থেকে বগুড়ায় ৭ দিনের বৈশাখী মেলা শুরু

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট: এপ্রিল ০৮, ২০২৪, ০৭:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বাংলা নতুন বছরকে বরণের লক্ষে ৪২ বছরের ধারাবাহিকতায় এ বছরও পৌরপার্ক ও টিটু মিলনায়তন চত্বরে আগামী পহেলা বৈশাখ হতে সাত বৈশাখ (১৪-২০ এপ্রিল) পর্যন্ত অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। এবারের বৈশাখী মেলায় বিশেষ আকর্ষণ থাকছে মাছমেলা, ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পুতুল নাচ, মাটির বিভিন্ন সামগ্রীসহ তাঁত, কারু ও চারু পণ্যের বাহারি পণ্যের স্টল।

পৌরপার্কের ওস্তাদ আলাউদ্দিন মুক্তমঞ্চে আগামী পহেলা বৈশাখ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে বর্ষবরণের উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়াও মেলামঞ্চে প্রতিদিন সন্ধ্যায় পরিবেশিত হবে লোকগান, বাউলগান, পালাগান, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় আরও থাকছে কুষ্টিয়ার লালনের দল, পশ্চিমবঙ্গের নাট্যদল নেতাজী পার্ক সংস্থার নৃত্যনাট্য,  মেলামাঠে প্রতিদিন বিকেলে পরিবেশিত হবে লাঠিখেলা, মোরগ লড়াই, পাতাখেলা, সাপ খেলা সহ বিভিন্ন লোকজ খেলাধুলা। প্রতিদিন সকালে অনুষ্ঠিত হবে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও স্কুল নাটক।

মেলা কমিটির সদস্য সচিব তৌফিক হাসান ময়না জানান, বৈশাখী মেলার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে  শোভাযাত্রার জন্য সাজসজ্জার কাজ এগিয়ে নিচ্ছে নাট্যকর্মীরা। এবারের শোভাযাত্রা এবং বৈশাখী মেলা থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS