ভিডিও

মাকে গাছের সঙ্গে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আপডেট: এপ্রিল ১৫, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় টাকা চুরির অভিযোগে মাকে গাছে বেঁধে রেখে নূর মোহাম্মদ (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পাঠান নগর ইউনিয়নের বাথানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য (১৪ এপ্রিল) রোববার ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা মঈন উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত নুর মোহাম্মদ নোয়াখালীর সুধারাম থানার আন্দার চর গ্রামের নুর ইসলামের ছেলে। সে ওই বাড়িতে দীর্ঘদিন যাবত কেয়ারটেকার হিসেবে কাজ করতো। গ্রেফতার মঈন উদ্দিন বাথানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নিহত নুর মোহাম্মদের মা বিবি খতিজা আক্তার জানান, চার বছর আগে অভাবের কারণে নুর মোহাম্মদকে ব্যাংক কর্মকর্তা মঈন উদ্দিনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে দিয়ে যান। ছেলেটির মাসিক বেতন ধরা হয়েছিল দুই হাজার টাকা। চার বছরে তাকে কখনো ছুটি দিত না পরিবারটি। সেই ক্ষোভে ২৭ রমজান ওই বাসা থেকে ৮০ হাজার টাকা ভর্তি একটি খাম নিয়ে নিজ বাড়ি চলে যায় নুর মোহাম্মদ। এরপর থেকে মোবাইল ফোনে হুমকি দিতে থাকেন ব্যাংক কর্মকর্তার পরিবারের সদস্যরা।

তাদের অব্যাহত হুমকিতে ঈদের পরদিন ছেলেকে নিয়ে ব্যাংক কর্মকর্তার বাড়িতে হাজির হন তিনি। একই সঙ্গে চুরি করে নেওয়া টাকাগুলোও ফেরত দেন। তিনি আরও জানান, বাড়িতে ঢোকা মাত্রই ব্যাংক কর্মকর্তার চার ভাই মিলে তার ছেলেকে মারধর শুরু করেন। বাধা দিলে তাকেও মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন তারা। এরপর সারারাত কয়েক দফায় এবং পরদিনও তার ছেলেকে মারধর করা হয়।

মারধরের একপর্যায়ে শনিবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন নুর মোহাম্মদ। বিবি খতিজা বলেন, আমার ছেলের অন্যায় হলে, তারা তাকে পুলিশে দিতো। আমি তাদের কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চেয়েছি। তবু তাদের মন গলেনি। এভাবে নির্যাতন করে আমার চোখের সামনেই ছেলেটিকে মেরে ফেলল। আমি এ হত্যার বিচার চাই।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, মরদেহের পিঠ, কোমর, হাত-পাসহ পুরো শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এজহারভুক্ত আসামি মঈন উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS