ভিডিও

খানসামায় শসার বাজারে ধস

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৬:২৯ বিকাল
আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ০৯:৩৯ রাত
আমাদেরকে ফলো করুন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : রমজান শেষ হয়েছে কয়েকদিন আগে এরপর পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের আমেজ। আর এই আমেজে শসার বাজারে নেমেছে ধস। দিনাজপুরের খানসামায় চলতি মৌসুমে শসার ফলন ভালো হলেও হঠাৎ দাম কমায় হতাশ কৃষকেরা।

কিছুদিন আগেও পাইকাররা ক্ষেত থেকে শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে কিনেছেন এখন পাইকাররা তা ২টাকা কেজি দরেও কিনতে রাজি না। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) খানসামা উপজেলার কয়েকটি সবজি বাজারে ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে কম বেশি শসার সরবরাহ রয়েছে। তবে ক্রেতা না থাকায় প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা কেজি দরে।

বাজারে সবজি কিনতে আসাএক ক্রেতা জানান, দাম এখন অনেকটাই হাতের নাগালে। দাম কম থাকলেও বাকি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক চড়া। অন্যদিকে, খানসামা বাজারের সবজি বিক্রেতারা বলেন, রমজান মাসে সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল।

এখন সরবরাহ অনেক বেশি তাই দাম কম। এছাড়া অন্যান্য সবজির দামও অনেক কম। ক্রেতারা সাধ্যমতো কিনে নিয়ে যাচ্ছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS