ভিডিও

তাড়াশে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৬:০৮ বিকাল
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ০৬:০৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : পূর্ব শক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার মাছ নিধন করা হয় বলে অভিযোগ করা হয়। এঘটনায় একজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে।

জানা যায়, গোন্তা গ্রামের আজিজুল হক ৩৩ শতকের মইলপুকুর লিজ নিয়ে তাতে মাছ চাষ করে আসছিলেন। এদিকে একই গ্রামের আসাদ আলী পূর্ব শত্রুতার জেরে গত ১১ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টায় পূর্ব পরিকল্পিতভাবে পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করেন।

ভোরে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে। মরা মাছ দেখে আজিজুল হক কান্নায় ভেঙে পড়েন। পরদিন ১২ এপ্রিল আজিজুল হক বাদি হয়ে আসাদ আলীকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS