ভিডিও

কাজিপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৯:১১ রাত
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ০৯:১১ রাত
আমাদেরকে ফলো করুন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : কাজিপুরে মাদক সেবনে নিষেধ করায় মারপিটের শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম (৪৮) ও তার ছেলে নুরু মিয়া (২৪)। আহতদের বাড়ি উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা কুনকুনিয়া(কসাইপাড়া) গ্রামে।

এই ঘটনায় জাহাঙ্গীর বাদি হয়ে কাজিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের সোহেল রানা (২৮), সুজন (২৫), শফিকুল ইসলাম (২২), সুলতান হোসেন (৪৭), জেলদার হোসেন (৬৫), বকুল হোসেনসহ (৩৬) অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার নিজ গ্রামের ভুট্টা খেতের আইল দিয়ে আসার সময় কয়েকজন কিশোরকে পলিথিনে জুতায় লাগানোর এক প্রকার গাম সেবন করতে দেখে তিনি তাদের নিষেধ করেন। এতে তারা উত্তেজিত হয়ে ওঠে।

পরে নুরু বাড়ি আসলে কিশোরদের পরিবারের লোকজন বাড়িতে ঢুকে নুরু ও তার বাবা জাহাঙ্গীর আলমকে মারধোর করেন। কাজিপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS