ভিডিও

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ১০:১৮ রাত
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ১০:১৮ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ বুধবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানাচ্ছেন-করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ : করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ‘ঐতিহাসিক মুজিবনগর ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আনজুমান আরা বেগম, প্রভাষক আব্দুল আজিজ ও সহকারী শিক্ষক লায়লা আরজুমান বানু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।


ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ : দিবসটিতে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  অনুষ্ঠিত হয়। সকালে অধ্যক্ষ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম, গৌরাঙ্গ দাস ও আনোয়ার হোসেন। ছাত্রীদের মধ্যে নূর-এ-মাহদী নবী, নাহিয়ান, মাহফুজা আক্তার ও লাবিবা নুসরাত। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক রুহুল আমিন।


মাটিডালি স্কুল এন্ড কলেজ : শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মাহবুব হামিদ তারা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও মুজিবনগর সরকারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


গাবতলী (বগুড়া) : উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু এমপি।

পিআইও রাশেদুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, ডা. শারমিনা পারভীন, জাহেদুল ইসলাম প্রমুখ।


সোনাতলা (বগুড়া) : উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা স্থানীয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাবরিন শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন, সহকারি কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, ওসি বাবু কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।


সারিয়াকান্দি (বগুড়া) : এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম ও জামিরুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশীদ, সাহাদত জামান প্রমুখ।


দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, ডা. শামছুন্নাহার, প্যানেল মেয়র ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম প্রমুখ।


শিবগঞ্জ (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা শহিদ হাফিজার রহমান মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, ডা. আশরাফুল ইসলাম, সুমন আহমেদ, জহিরুল ইসলাম প্রমুখ।


শাজাহানপুর (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম মাস্টার, হান্নানুর রহমান, ইমরান হোসেন, একেএম ফজলুল হক, লতিফুল বারী দুলু, এমএ ছাত্তার, আলমগীর হোসেন প্রমুখ।


আদমদীঘি (বগুড়া) : উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে দিবসটিতে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান প্রমুখ।


কাহালু (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। আরও বক্তব্য রাখেন সাংবাদিক মুনসুর রহমান তানসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।


শেরপুর (বগুড়া) : উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু এমপি।

আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, বীর মুক্তিযোদ্ধা কেএম ওবায়দুর রহমান প্রমুখ।


জয়পুরহাট : দিবসটিতে জয়পুরহাটে মেডিক্যাল, প্রকৌশল ও পাবলিক বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত ৪০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৪ লক্ষাধিক টাকার বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় সংস্থার অডিটরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক নুরুল আমীন। অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমীন, উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে ১৪ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


বাগজানা (জয়পুরহাট) : ডাক্তার আব্দুল কাদের চৌধুরী পৌর পার্ক চত্বরে পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুরুজের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS