ভিডিও

বরিশালের সড়কে ঝরল মোটরসাইকেল আরোহী মামা-ভাগনের প্রাণ

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট: এপ্রিল ১৮, ২০২৪, ১১:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশাল নগরীর বটতলা এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মনিরুজ্জামান বাচ্চু (৬১) ও বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার মো. মঞ্জু বারী সিকদারের ছেলে বজলুল ইসলাম সিকদার (৬০)। দুজনই ঠিকাদার ও সম্পর্কে মামা-ভাগনে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে পটুয়াখালী থেকে বরিশালে আসছিলেন। রুহিতারপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলের। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে ওসি বলেন, দুর্ঘটনাকবলিত স্থান অন্ধকার ছিল। অতিরিক্ত গতির কারণে দাঁড়িয়ে থাকা ট্রাক দূর থেকে দেখেননি। এজন্য মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনের খালি জায়গায় ঢুকে মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS